মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

বনফুলের শ্রেষ্ঠ গল্প

বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রকাশনায় বনফুলের শ্রেষ্ঠ গল্প গ্রন্থটি সম্পাদনা করেছেন আহমাদ মাযহার। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে। গ্রন্থটিতে গল্প আছে মোট ৩৫ টি।


বনফুলের শ্রেষ্ঠ গল্প শিরোনামে প্রকাশিত এই বইয়ের বিখ্যাত গল্প পাঠকের মৃত্যু বহু আগে পড়েছি। এছাড়াও পড়েছিলাম সুলেখার ক্রন্দন, ক্যানভাসার, জৈবিক নিয়ম, নাথুনির মা, নিম গাছ, তাজমহল, দুধের দাম, শ্রীপতি সামন্ত। এর আরো কয়েকটি গল্প হলো সমাধান, বিধাতা, সনাতনপুরের অধিবাসীবৃন্দ, উৎসবের ইতিহাস, পাশাপাশি, মুহূর্তের মহিমা, দামোদর, তিলোত্তমা, স্মৃতি, অহংকার পাঁড়ে, বিবর্তন ও ব্যবধান।


বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক বনফুলের আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। ১৯৩৬ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে লেখক এর রচিত গল্প এই সংকলনে স্থান পেয়েছে। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম ১৮৯৯ সালে। একই সালে জন্ম নিয়েছিলেন বাংলা সাহিত্যের দুই দিকপাল কবি কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ।